মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:১৪ পূর্বাহ্ন

ঘাট ইজারাদারের নেতৃত্বে লঞ্চে হামলা

ঘাট ইজারাদারের নেতৃত্বে লঞ্চে হামলা

পটুয়াখালী লঞ্চ ঘাটের ইজারাদার গাজী হাফিজুর রহমানের নেতৃত্বে এম ভি কুয়াকাটা লঞ্চের কেবিন সুপারভাইজারসহ লঞ্চটির শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৭ আগস্ট) বিকাল ৪টায় এ হামলার ঘটনা ঘটে। এম ভি কুয়াকাটা লঞ্চের কেবিন সুপারভাইজার ও পৌর কাউন্সিলর এস এম ফারুক জানান, গাজী হাফিজুর রহমান প্রতি লঞ্চ থেকে পাঁচটি ডাবল ও সিঙ্গেল কেবিন অবৈধভাবে দাবি করেন। কিন্তু তিনি কেবিন দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে গাজী হাফিজুর রহমান সহ তার লোকজন লঞ্চের সুপাইভাইজারসহ অন্যদের ওপর হামলা চালায়। এতে সুপারভাইজার ও তার ছেলেসহ লঞ্চের ১০ শ্রমিক আহত হন। এদিকে এ হামলার পর থেকে লঞ্চঘাট এলাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD