রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩১ পূর্বাহ্ন

বরিশালে কিশোর হত্যার ঘটনায় : গ্রেফতার-৪

বরিশালে কিশোর হত্যার ঘটনায় : গ্রেফতার-৪

শামীম আহম্মেদ ॥

যুবতীর অসামাজিক কর্মকান্ড দেখে ফেলায় জেলার গৌরনদী পৌর এলাকার বাদামতলা নামক এলাকায় আকাশ সরদার (১৬) নামের এক কিশোর ভ্যান চালককে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার দুপুরে পুলিশ মামলার এজাহারভূক্ত চার আসামিকে গ্রেফতার করেছে।এর আগে নিহতের বাবা মানিক সরদার বাদি হয়ে শুক্রবার দিবাগত রাতে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১১ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে জানা গেছে, মামলার প্রধান আসামি মালেশিয়া প্রবাসী আব্দুর রহিম হাওলাদারের স্ত্রী তাসলিমা বেগম তার মেয়ে সিমাকে নিয়ে একই এলাকার শামছুল হকের বাড়িতে ভাড়ায় থাকতেন। মা ও মেয়ের অপকর্মের প্রতিবাদ করায় কিছুদিন যাবত বাদির পরিবারের সাথে মতবিরোধের সৃষ্টি হয়। অতিসস্প্রতি প্রবাসীর স্ত্রী তাসলিমা বেগম বাসায় তার কন্যা সিমাকে রেখে বাহিরে গেলে সিমার প্রেমিক নন্দনপট্টি গ্রামের মোঃ রাব্বি বাসায় ঢুকে অসামাজিক কাজে লিপ্ত হন। বিষয়টি কিশোর আকাশ দেখে ফেলে। বিষয়টি আকাশ স্থানীয়দের জানালে ক্ষিপ্ত হয়ে তাসলিমা বেগম ও তার স্বজনরা আকাশকে দেখে নেয়ার হুমকি প্রদর্শন করে। পরবর্তীতে আকাশকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, আকাশ হত্যার ঘটনায় নিহতের পিতা মানিক সরদার বাদি হয়ে শুক্রবার দিবাগত রাতে তাসলিমা বেগম, তার কন্যা সিমা, তার প্রেমিক মোঃ রাব্বি, তাসলিমার বড় মেয়ের জামাতা শাওন ও তার সহযোগি ইমরান ও ইব্রাহিমের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার এজাহারভূক্ত আসামি তাসলিমা বেগম, সিমা আক্তার, রাব্বি ও ইব্রাহিমকে গ্রেফতার করেছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও ওসি উল্লেখ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD