বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১২:৫৬ অপরাহ্ন

প্লান পাশ না করেই ভবন নির্মাণ

প্লান পাশ না করেই ভবন নির্মাণ

বরিশাল সিটি কর্পোরেশন যখন নড়েচড়ে বসেছে ঠিক তখনই ঘুমিয়ে পরেছে নগর ভবনের প্লান শাখার কর্তা-বাবুরা। জানা গেছে, প্লানবর্হিভূত ভবন নির্মাণ হলেও দৃষ্টি পরেনা তাদের। কেউ মৌখিক বা লিখিত অভিযোগ দিলে পড়ে থাকে মাসের পর মাস। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ডিজিটাল বরিশাল বিনির্মাণে কাজ করে যাচ্ছে। বিগত দিনের মেয়রদের তুলনায় অনেকটাই আপডেট করেছেন নগর ভবনকে। যুদ্ধ ঘোষণা করেছেন সকল অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে। বরিশাল সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডস্থ কেডিসি নামারচর নামক এলাকায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদিনের যোগসাজসে প্লানবর্হিভূত ভবন নির্মাণ করছেন সেচ্ছাসেবকলীগ নেতা ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক সাগর। জানা যায়, বরিশাল সিটি কর্পোরেশন থেকে প্লান না নিয়ে নগরীর ১০নং ওয়ার্ডের কেডিসি নামারচর এলাকায় ৪তলা একটি ভবন নির্মাণের কাজ শুরু করেন ইউপি সদস্য সাগর। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ যখন সকল অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন সেখানে একজন ইউপি সদস্য কিভাবে এরকম নিয়ম বহির্ভূত কাজ করছেন তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে ওই ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে। বরিশাল সিটি কর্পোরেশনে খোঁজ নিয়ে জানা যায়, কেডিসি এলাকায় ঐ জমিতে এখন পর্যন্ত ভবন তৈরির জন্য সিটি কর্পোরেশন থেকে কোন প্লান পাশের অনুমোদন দেয়া হয় নি। এব্যাপারে ইউপি সদস্য সাগরের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমার ভবনের প্লান প্রসেসিং রয়েছে। আমি শিগ্রই কাগজ হাতে পাবো।” প্লাস পাশের আগেই আপনি একজন জনপ্রতিনিধি হয়ে কেন কাজ শুরু করলেন এ প্রশ্নের জবাবে তিনি কোন সদোত্তর দিতে পারেনি। তিনি আরও বলেন, “আসলে ওরকম কিছুই না, আমি আমার থাকার জন্য ভবনটি নির্মাণ করতেছি আর আমি মেয়র মহোদয়ের সাথেই রাজনীতি করি।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD