বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গৌরনদীতে যুবককে কুপিয়ে জখম বরিশালে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও লুটপাট আহত অন্তত ৭ জন, থানায় অভিযোগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা কিসের ইঙ্গিত? ভারত কি তবে ব্যর্থ! কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ — আবু নাসের মো: রহমাতুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
ঝালকাঠিতে অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন যাত্রীরা

ঝালকাঠিতে অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন যাত্রীরা

রিপোর্ট আজকের বরিশাল:
ঝালকাঠি-বরিশাল মহাসড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তিনাটি পরিবহনকে জরিমানা ও যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত ঝালকাঠি বাসস্ট্যান্ড ও কীর্ত্তিপাশা মোড় এলাকায় চট্টগ্রামগামী দিদার, রোহান ও বেপারি পরিবহনসহ সাতটি পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালানো হয়। জানা যায়, ঈদুল আজহাকে ঘিরে ঝালকাঠি-বরিশাল মহাসড়ক দিয়ে যাতায়াতকারী ঢাকা ও চট্টগ্রামগামী পরিবহনগুলোতে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ রয়েছে। ঈদের এক সপ্তাহ হয়ে গেলেও ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকে ২০০ থেকে ৪০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। অভিযান চলাকালে বাসের যাত্রীদের সঙ্গে কথা বলেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী। এসময় ভাড়া বেশি নেওয়ার বিষয়টি নিন্ডিত হয়ে সাতটি পরিবহন থেকে যাত্রীদর টাকা ফেরত দেওয়া হয়। পাশাপাশি রোহান, দিদার ও বেপারি পরিবহনকে ১৭ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়। অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছুমা আক্তার, সমাপ্তি রায়, বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. মাহফুজ হোসেন অংশ নেন। এ ব্যাপারে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা সাতটি পরিবহনে অভিযান চালাই। অভিযোগের সত্যতা পাওয়ায় বাড়তি টাকা যাত্রীদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD