সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট:
ভারত সরকার কর্তৃক কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে শুক্রবার (৩০ আগস্ট) ইসলামাবাদসহ বিভিন্ন শহরে প্রায় এক হাজার বিক্ষোভ হয়। এর আগে গত বৃহস্পতিবার কাশ্মীর আওয়ার পালনের ডাক দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক টুইটার বার্তায় ইমরান খান আহ্বান জানিয়েছিলেন, জম্মু-কাশ্মীরিদের সঙ্গে সংহতি জানিয়ে দেশজুড়ে শুক্রবার ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সংহতি অনুষ্ঠিত হবে। ইমরান খান বলেন, আমি চাই আগামীকাল দুপুর ১২ থেকে সাড়ে ১২টা পর্যন্ত সব পাকিস্তানি বেরিয়ে আসুক কাশ্মীরি জনগণের জন্য সংহতি প্রকাশ করতে। তিনি আহ্বান জানিয়ে বলেন, আমরা কাশ্মীরি জনগণকে শক্তিশালী বার্তা দিতে চাই আমাদের জাতি অটলভাবে তাদের পেছনে রয়েছে। আমি পুরো পাকিস্তানিদের বলছি, কাশ্মীরি জনগণের প্রতি সংহতি প্রকাশ করতে আগামীকাল (শুক্রবার) আধাঘণ্টার জন্য সড়কে বেরিয়ে আসুন সব কাজ বন্ধ রেখে। ইমরান খানের ওই আহ্বানের পর থেকে পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নেয় তার দলের নেতাকর্মীরা ও সাধারণ মানুষ। শুক্রবার জুম্মার নামাজের পর একযোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।