রবিবার, ১৫ Jun ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গৌরনদীতে যুবককে কুপিয়ে জখম বরিশালে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও লুটপাট আহত অন্তত ৭ জন, থানায় অভিযোগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা কিসের ইঙ্গিত? ভারত কি তবে ব্যর্থ! কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ — আবু নাসের মো: রহমাতুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
বরিশালে ইলিশে হাহাকার

বরিশালে ইলিশে হাহাকার

রিপোর্ট আজকের বরিশাল :
মৌসুমেও ইলিশের তেমন দেখা নেই বরিশালের মোকামে। সাগর ও মোহনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়া গেলেও মিলছে না নদীতে। আবার উপকূলের আড়ত থেকে সাগরের ইলিশ সরাসরি চলে যাচ্ছে রাজধানীতে। ফলে কম দামে ইলিশ খাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন খোদ নদীমাতৃক জেলার মানুষ। মৌসুমে পূর্ণিমা-অমাবশ্যার জো’ গেলেও এখন পর্যন্ত নদীতে দেখা মেলেনি তেমন ইলিশের। ফলে জমছে না ইলিশ বেচাকেনার হাট। আর আড়ৎদাররা বলছেন, সড়ক যোগাযোগ ভালো হওয়ায় সাগর ও মোহনায় ধরা পড়া ইলিশ সরাসরি চলে যাচ্ছে রাজধানীর বাজারে। যা আগে আসতো বরিশালে। একাধিক জেলেরা বলছেন, ইলিশ যে পরিমান আসার কথা সে পরিমান আসছেন না, আমরা ধার দেনা করে এতো টাকা খাডাইছি আমরা ইলিশ না পাইয়া এখন বাঁচমু কিভাবে। বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবং মৎস আড়ৎদার কল্যান সমিতির সাধারন সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, সাগরে মাছ পরতেছে, নদীতে মাছ না থাকার জন্য বরিশালের মোকামে অনেক মাছ কম, সাগরেই গত ৫/৭ দিন যাবত মাছ ধরা পড়তেছে এর আগে মাছ কোথাও ছিলোনা। এদিকে, মৎস্য কর্মকর্তাদের দাবি, এবার এখনো মাছের পেটে ডিম না আসায় গেলো কয়েক জো’তে ইলিশ পাওয়া যায়নি। তবে কয়েকদিনের মধ্যে ডিম আসা শুরু হলে নদীতেও প্রচুর ইলিশ পাওয়া যাবে। মৎস কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, এখন পর্যন্ত যে পরিমান ডিম তাদের পেটে আছে তা সমুদ্র থেকে নদীতে ওঠার তাদের সময় হয়নাই, তারা উপযুক্ত পরিবেশ পেলে নদীতে চলে আসবে। গত মৌসুমে বরিশাল জেলায় ৪৬ হাজার মেট্রিক টন ইলিশ বেচাকেনা হয়েছে। তখন প্রতিদিন এই মোকামে এসেছে হাজার মনের বেশি ইলিশ। সেখানে চলতি মৌসুমে আসছে এখন দৈনিক ইলিশ আসছে গড়ে ৫ থেকে ৭’শ মন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD