শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

বরিশালে ইলিশে হাহাকার

বরিশালে ইলিশে হাহাকার

রিপোর্ট আজকের বরিশাল :
মৌসুমেও ইলিশের তেমন দেখা নেই বরিশালের মোকামে। সাগর ও মোহনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়া গেলেও মিলছে না নদীতে। আবার উপকূলের আড়ত থেকে সাগরের ইলিশ সরাসরি চলে যাচ্ছে রাজধানীতে। ফলে কম দামে ইলিশ খাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন খোদ নদীমাতৃক জেলার মানুষ। মৌসুমে পূর্ণিমা-অমাবশ্যার জো’ গেলেও এখন পর্যন্ত নদীতে দেখা মেলেনি তেমন ইলিশের। ফলে জমছে না ইলিশ বেচাকেনার হাট। আর আড়ৎদাররা বলছেন, সড়ক যোগাযোগ ভালো হওয়ায় সাগর ও মোহনায় ধরা পড়া ইলিশ সরাসরি চলে যাচ্ছে রাজধানীর বাজারে। যা আগে আসতো বরিশালে। একাধিক জেলেরা বলছেন, ইলিশ যে পরিমান আসার কথা সে পরিমান আসছেন না, আমরা ধার দেনা করে এতো টাকা খাডাইছি আমরা ইলিশ না পাইয়া এখন বাঁচমু কিভাবে। বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবং মৎস আড়ৎদার কল্যান সমিতির সাধারন সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, সাগরে মাছ পরতেছে, নদীতে মাছ না থাকার জন্য বরিশালের মোকামে অনেক মাছ কম, সাগরেই গত ৫/৭ দিন যাবত মাছ ধরা পড়তেছে এর আগে মাছ কোথাও ছিলোনা। এদিকে, মৎস্য কর্মকর্তাদের দাবি, এবার এখনো মাছের পেটে ডিম না আসায় গেলো কয়েক জো’তে ইলিশ পাওয়া যায়নি। তবে কয়েকদিনের মধ্যে ডিম আসা শুরু হলে নদীতেও প্রচুর ইলিশ পাওয়া যাবে। মৎস কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, এখন পর্যন্ত যে পরিমান ডিম তাদের পেটে আছে তা সমুদ্র থেকে নদীতে ওঠার তাদের সময় হয়নাই, তারা উপযুক্ত পরিবেশ পেলে নদীতে চলে আসবে। গত মৌসুমে বরিশাল জেলায় ৪৬ হাজার মেট্রিক টন ইলিশ বেচাকেনা হয়েছে। তখন প্রতিদিন এই মোকামে এসেছে হাজার মনের বেশি ইলিশ। সেখানে চলতি মৌসুমে আসছে এখন দৈনিক ইলিশ আসছে গড়ে ৫ থেকে ৭’শ মন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD