বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০১:৪৩ পূর্বাহ্ন

বরিশালে মোবাইল ফোন বিষ্ফোরন

বরিশালে মোবাইল ফোন বিষ্ফোরন

রিপোর্ট আজকের বরিশাল :
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন এর বাসায় একটি মোবাইল ফোন বিষ্ফোরনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ আগষ্ট) ভোররাতে চার্য দেয়া অবস্থায় মোবাইল ফোনটি বিষ্ফোরন হয়। এ সংক্রান্ত একটি স্ট্যাটাচ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছেন হাসপাতালের পরিচালক নিজেই। সেখানে তিনি লিখেছেন, “নামাজ পড়ে ঘুম ঘুমে চোখে বিছানায়, হঠাৎ কোন কিছু বিষ্ফোরণ হওয়ার শব্দে লঅফ দিয়ে পাশের রুমে যেয়ে যা দেখলাম!!! আরও বড় দুর্ঘটনার থেকে আল্লাহ বাঁচিয়েছেন। সুতরায় মোবাইল মনে হয় ছোটখাটো বিষ্ফোরক!!!”তার এ স্ট্যাটাসটির সাথে বিষ্ফোরিত মোবাইলের ছবিও দিয়ে দিয়েছেন। সেখান তার শুভাকাঙ্খিরা বিভিন্ন ধরনের কমেন্টস করেছেন। নাজমুন সেতু নামে একজনের এক প্রশ্নের উত্তরে ডাঃ বাকির হোসেনের ছেলে সাদমান বাকির সাহাব জানিয়েছেন মোবাইলটি ঘটনার সময় চার্জে দেয়াই ছিলো। একই সাথে ওই স্ট্যাটাজের প্রেক্ষিতে অনেকেই মোবাইল ফোনটি কোন কোম্পানির তা জানতে চেয়েছেন। যার উত্তরে ডাঃ বাকির হোসেন লিখেছেন মোবাইল ফোনটি “ঢরধড়সর সর ধ১” মডেলের। যা তার ছেলের এবং চার্জে ছিলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD