বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১২:৩২ অপরাহ্ন

বরিশালে বয়স্ক ভাতার বই পেলেন ৬৯৮ জন

বরিশালে বয়স্ক ভাতার বই পেলেন ৬৯৮ জন

রিপোর্ট আজকের বরিশাল:
বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের মধ্যে ১১টি ওয়ার্ডের ৬৯৮ জন প্রবীণ ব্যক্তিদের মধ্যে সোমবার দুপুরে বয়স্ক ভাতার বই বিতরণ করা হয়েছে। নগরীর চৌমাথা এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে সিটি কর্পোরেশন ও সমাজসেবা অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রবীণ ব্যক্তিদের মাঝে ভাতার বই বিতরণ করেছেন। শহর সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসির প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন, আয়েশা তৌহিদা লুনা, শহর সমাজসেবা অফিসার জাবের আহমেদ প্রমুখ। জেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, নগরীর ৩০টি ওয়ার্ডে ১৪ হাজার একজন বয়স্ক ভাতা পাবেন। প্রতিজনে বছরে পাবেন ছয় হাজার টাকা। আর বরিশাল জেলায় ৮৬ হাজার ৪৬৮ জনকে বয়স্ক ভাতা দেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD