বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:৪০ পূর্বাহ্ন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ল্যান্ড ম্যানেজমেন্ট এ- এডমিনিস্ট্রেশন অনুষদের শিক্ষার্থীরা বিএসসি ডিগ্রির পরিবর্তে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে মিল রেখে এলএলবি ডিগ্রি প্রদানের দাবিতে এক মানববন্ধন করে। সোমবার সকাল ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ডে”চাকরি ক্যামনে পাব ভাই, সার্কুলারে তো নামই নাই; যেই ডিগ্রির ভবিষ্যৎ নাই, সেই ডিগ্রির পরিবর্তন চাই; এলএমএ শিক্ষার্থীদের অসামঞ্জস্যপূর্ন ডিগ্রি কেন? প্রশাসন জবাব চাই” ইত্যাদিসহ বিক্ষোভমূলক বিভিন্ন উক্তি প্রদর্শণ করে। মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তৃতা করেন এলএমএ অনুষদের শিক্ষার্থী কে এম মহিবুল্লাহ, সামিউল হাসান, মোঃ মিজানুর রহমান প্রমুখ। এলএমএ অনুষদের শিক্ষার্থীরা নিজেদের দাবি আদায়ে অনুষদীয় ডীন বরাবর এক স্বারকলিপি প্রদান কর। এতে তাদের আন্দোলনের কারণ এবং দাবিসমূহ বিস্তারিত তুলে ধরা হয়। নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের এ আন্দোলন সম্পূর্ণ যুক্তিযুক্ত বলেও তারা দাবি করে। প্রসঙ্গত, পবিপ্রবিতে এই বিষয় ২০১৫ সালে চালু হয় এবং বর্তমানে এর ৪র্থ ব্যাচ চলছে।