শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

বরিশালে চলছে ৬শ মন্ডপে দুর্গাপূজার আয়োজন

বরিশালে চলছে ৬শ মন্ডপে দুর্গাপূজার আয়োজন

এবার বরিশাল জেলার ৬শত মন্ডপে অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা নির্মানসহ পূজার আয়োজন। জানাগেছে, ‘এবার বরিশাল জেলার ৬১৩টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যার মধ্যে বরিশাল মহানগরীতে ৪০টি মন্ডপে চলছে পূজার আয়োজন। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মূখার্জী কুডু জানান, ৬১৩টি মন্ডপে পূজার দুর্গাপূজার কথা রয়েছে। তবে এ সংখ্যা চুড়ান্ত করতে আরো কয়েকদিন সময় লাগতে পারে। এতে করে মন্ডপের সংখ্যা বেড়েও যেতে পারে। তাছাড়া প্রতিবারের ন্যায় এবারও বরিশাল জেলার মধ্যে আগৈলঝাড়া উপজেলায় সব থেকে বেশি পূজা অনুষ্ঠিত হবে। এদিকে পূজা উৎসকে ঘিরে আইন শঙ্খলা বাহিনী তাদের কর্ম তৎপরতা শুরু করেছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে বরিশাল পুলিশ লাইন্স এর ড্রিল শেডে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠত হয়। জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম-বিপিএম (বার) এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মূখার্জী কুডু, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে নাড়ু প্রমুখ। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক জেলা পুলিশের গ্রহন করা বিভিন্ন প্রস্তুতির তথ্য তুলে ধরেন। তিনি বলেন, গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ বিবেচনা করে মন্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা করা হবে। গোটা জেলায় ৯২৪ জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া মহানগরীতে পৃথকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করবে নগর পুলিশ। এর বাইরে পূজা উদযাপন কমিটি স্ব স্ব মন্ডপে নিজস্ব ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবক ও আনসার সদস্য রাখার ব্যবস্থা করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD