রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:০১ পূর্বাহ্ন

পবিত্র ওমরাহ পালনে আগ্রহীদের জন্য সুখবর

পবিত্র ওমরাহ পালনে আগ্রহীদের জন্য সুখবর

এখন থেকে যে কেউ চাইলে জরিমানা ছাড়াই প্রতি বছর একাধিকবার পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। মঙ্গলবার সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. মুহাম্মাদ সালেহ বিন তাহের বিনতান এমন ঘোষণা দিয়েছেন। এ খবর দিয়ে আল-আরাবিয়া জানিয়েছে, এর আগে একবার ওমরাহ পালনের পরবর্তী তিন বছরের মধ্যে আবার ওমরাহ করতে চাইলে সৌদি সরকারকে ২০০০ রিয়াল (৪৫ হাজার টাকা) জরিমানা দেয়ার বিধান ছিল। বিধানটি বাতিলের ফলে প্রতিবছর ওমরাহ পালনকারীদের সংখ্যা বাড়বে বলে আশা করছে দেশটির প্রশাসন। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বলেন, ‘তিন বছরের মধ্যে দ্বিতীয়বার ওমরাহ পালনের ওপর থেকে নির্ধারিত (২০০০ রিয়াল) ফি বাতিল করা হয়েছে। এছাড়া হজ ও ওমরাহ পরিসেবার বেশ কয়েকটি বিভাগ পূণর্গঠন করা হচ্ছে।’ তিনি জানান, ঘোষিত ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে এ সব পদক্ষেপ নেয়া হচ্ছে। কেননা, এই ভিশনে বছরে ৩০ কোটি হজ ও ওমরাহ ভিসা প্রদান এবং হাজিদের উন্নত পরিসেবা দেয়ার কথা বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD