শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
২৫% উৎসবভাতা এর পরিবর্তে ১০০% উৎসবভাতার দাবিতে শিক্ষকরা নগরীর মথুরানাথ পাবলিক স্কুল এর ৫৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। বরিশালে বিভাগীয় বন কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন বরিশালের বিভাগীয় অপরাজিতা সম্মেলন অনুষ্ঠিত নগরীর আলেকান্দা কাজীপাড়া এলাকায় এক প্রবাসীর ক্রয় করা জমির গেট ভাংচুর করছে প্রতিপক্ষরা। বছরের প্রথমদিনে সরকারের দেওয়া বিনামূল্যের বই শিক্ষার্থীদের মাঝে বিতরন শান্তি প্রিয় যুবসমাজ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে , অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন। বাংলাদেশ মেরিন একাডেমি বরিশাল এর ২য় ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত। আমি স্বতন্ত্র প্রার্থী আমার কোন দল নেই -সালাউদ্দিন রিপন বরিশাল বিভাগে নূরানী ৩য় শ্রেণীর সমাপনী পরীক্ষার ফল প্রকাশ
কুয়াকাটা পর্যটন কেন্দ্রর সমস্যা নিয়ে সচিবের মতবিনিময়

কুয়াকাটা পর্যটন কেন্দ্রর সমস্যা নিয়ে সচিবের মতবিনিময়

পর্যটন কেন্দ্র কুয়াকাটার সমস্যা ও সম্ভাবনাময় স্থানসমূহের বিষয় নিয়ে সুশীল সমাজের সাথে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় পর্যটন হলিডে হোমসের হলরুমে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুয়াকাটাকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে শীঘ্রই কার্যকর পদক্ষেপ নেয়া হবে। কুয়াকাটা পর্যন্ত চার লেনের সড়ক এবং রেল লাইন নির্মান প্রকল্পের কাজ শুরু হচ্ছে। সকলে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করলে সকল উন্নয়ন কাজ টিকসই হবে। আমাদের সঠিক পরিকল্পনা ও টিকসই উন্নয়নের মানষিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। উন্নয়নশীল সরকারকে সর্বস্তরের মানুষের স্ব স্ব অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান অতিরিক্ত সচিব রামচন্দ্র দাস, পটুয়াখালী জেলা প্রশাসক মতিউল ইসলাম, বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। সুশীল সমাজ প্রতিনিধিদের মধ্যে অন্যান্যের মধ্যে কলাপাড়া ও কুয়াকাটার সম্ভাবনাময় স্থান ও বিষয়ের ওপর বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আ: বারেক মোল্লাহ, সুশীল সমাজ প্রতিনিধি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম, কুয়াকাটা হোটেল মোটেল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ,এম মোতালেব শরীফ, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস,এম মোশারফ হোসেন মিন্টু, কুয়াকাটা ট্যুর অপারেটর প্রতিষ্টানের মালিক রুমান ইমতিয়াজ তুষার প্রমূখ। সুশীল সমাজ প্রতিনিধিরা কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙনরোধ, দ্রুত মাষ্টার প্লান প্রনয়নসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD