রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১০ পূর্বাহ্ন
কুয়াকাটা বঙ্গোপসাগরে ডুবে যাওয়া লাইটার জাহাজ এমভি আরগোর কন্টেইনার ভেসে এসেছে সৈকতে । শুক্রবার দুপুরে জেলেরা কন্টেইনারটি ভাসতে দেখে মহিপুর থানা পুলিশকে খবর দেয়। সৈকতের গঙ্গামতি পয়েন্টে খালি একটি কন্টেইনার বালুতে আটকা পড়েছে এমনটা নিশ্চিত করেছেন পুলিশ ।মহিপুর থানার অফিসার ইনচার্জ সোহেল আহম্মেদ জানিয়েছে, খালি কন্টেইনারটি পুলিশের তদারকিতে রয়েছে। উল্লেখ্য,পটুয়াখালীর পায়রা বন্দরের ফেয়ারওয়ে বয়ার কাছে কন্টেনারবাহী লাইটার জাহাজ এমভি আরগো ডুবে গেছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ১৪ জন নাবিককে উদ্ধার করেছে নৌবাহিনীর আরেকটি জাহাজ সাংগু। উদ্ধারকৃত নাবিকরা হলেন জাহাজের ক্যাপ্টেন নোয়াখালীর কাজী আব্দুল্লাহ আল মুহিত (৩৫), চিফ ইঞ্জিনিয়ার চট্টগ্রামের হাসান রেজা খালিদ (৩২), চিফ অফিসার গোপালগঞ্জের কাজী মাহমুব আলম (২৮), সেকেন্ড ইঞ্জিনিয়ার নারায়ণগঞ্জের নূর আলম হিমেল (২৬), থার্ড মাস্টার নোয়াখালীর মোজাম্মেল হোসেন (২৪), বোসনমেট ফেনীর রফিক উল্লাহ (৫৯), অ্যাবল সিম্যান চট্টগ্রামের মো. জুবায়ের হোসেন (২৪), অর্ডিনারি সিম্যান ফরিদপুরের সুজন মুখার্জি (২০),অর্ডিনারি সিম্যান ভোলার শাহাবুদ্দিন (২১), লক্ষীপুরের শাহাদাৎ হোসেন (৩৭), চট্টগ্রামের জামিরুল ইসলাম (৩০), রংপুরের শহীদ মিয়া (২৩), চট্টগ্রামের রাজু (২৫) এবং আব্দুর রশিদ (৫০)।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি ) অনুপ দাস বলেন, কোস্টগার্ড সদস্যরা শুক্রবার সকাল থেকে ডুবে যাওয়া জাহাজ ও কন্টেইনারগুলো উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে।