বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
ভোলায় পুলিশের পলাতক আসামি গ্রেফতার

ভোলায় পুলিশের পলাতক আসামি গ্রেফতার

ভোলায় গ্রেফতার হওয়ার পর থানায় নেওয়ার পথে পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার প্রধান আসামি মোঃ মাকসুদকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে ভোলার সদর উপজেলার ইলিশা রাস্তা মাথা সিদ্দিক হাওলাদারের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সিদ্দিক হাওলাদার অভিযুক্ত মাকসুদের তালই বলে জানা যায়।ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার তথ্য নিশ্চিত করেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে মাকসুদকে গ্রেফতার করে। তিনি আরো জানান, তাকে দ্রুত আদালতে প্রেরণ করা হচ্ছে। উল্লেখ্য, রবিবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে ভোলা সদরের তুলাতুলি এলাকার মেঘনা নদীতে জাল পাতা নিয়ে জেলে আব্দুল বাশার ও জেলে মাকসুদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় আব্দুল বাশারের ৫/৬ জন ও মাকসুদের ৮/৯ জন জেলেদের মধ্য ব্যাপক সংর্ঘষ হয়। এতে উভয় গ্রুপের ৪/৫ জন আহত হয়। তাদের স্থানীয় জেলেরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে রবিবার দুপুরের দিকে জেলে আব্দুল বাশারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরের দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ভোলা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে সোমবার সকালে পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে এ হত্যা মামলার প্রধান আসামি মাকসুদ ও ৬ নম্বার আসামি তোফায়েলকে গ্রেফতার করে। দুপুরের দিকে মাকসুদকে ভোলা মডেল থানায় প্রেরণ করার জন্য ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে থেকে ভোলা সদরে আসছিল। পরে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা হজিরহাট এলাকায় আসামিসহ দাঁড়ায়। এসময় ওই মাকসুদ পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD