সোমবার, ০৫ Jun ২০২৩, ০১:৫৩ অপরাহ্ন
সমুদ্র সৈকত কুয়াকাটায় প্রকাশ্যে মদ খেয়ে পর্যটকদের দুর্ব্যবহারসহ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অপরাধে মহিপুর থানা যুবলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। তারা হলেন- মহিপুর থানা যুবলীগ নেতা মো. বশির হাওলাদার (৩৫), মো. নেছার উদ্দিন (২৮) ও মো.সজল বাদশা (৩২)। সোমবার রাতে সৈকতের বেঞ্চ থেকে তাদের আটক করা হয়। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. খলিলুর রহমান বলেন, সৈকতের জিরোপয়েন্টের পূর্বপাশের বেঞ্চে বসে প্রকাশ্যে মদ পান করে পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহারসহ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার অপরাধে তিনজনকে আটক করা হয়। পরে তাদের মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে এ ঘটনার কিছুক্ষণ পর ফয়সাল (২৮) ও বাপ্পি খলিফা (২৫) নামে দুই যুবককে সন্দেহবশত তল্লাশি করে আড়াই লিডার মদসহ আটক করেছে মহিপুর থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৬ সেপ্টেম্বর ‘কুয়াকাটা সৈকতে মাতালদের উৎপাত’ শিরোনামে অনলাইন পত্রিকাগুলোতে সংবাদ প্রকাশ হয়। স্থানীয়রা জানান, সেই সংবাদ প্রকাশের পর সৈকতে ট্যুরিস্ট পুলিশের টহল আরও জোরদার করা হয়েছে। মাতাল আটকের খবরে স্বস্তি প্রকাশ করেছেন পর্যটকরা।