শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। আজ সকালে নগরীর অশ্বিনী কুমার হলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান। প্রবীণ হিমৈষী সংঘের বরিশাল জেলা শাখার সভাপতি ডাঃ মো. ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূইয়া, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন বরিশালের সভাপতি ডা. ইসতিয়াক হোসেন, অমৃত ফুড এন্ড কোং লি: এর ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃঞ্চ দে, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার।
এসময় প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে একটি র্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।