শনিবার, ১২ Jul ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গৌরনদীতে যুবককে কুপিয়ে জখম বরিশালে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও লুটপাট আহত অন্তত ৭ জন, থানায় অভিযোগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা কিসের ইঙ্গিত? ভারত কি তবে ব্যর্থ! কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ — আবু নাসের মো: রহমাতুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
বরিশালে এলপিজি ফিলিং স্টেশন বন্ধ

বরিশালে এলপিজি ফিলিং স্টেশন বন্ধ

৬ মাসেরও অধিক সময় ধরে বেআইনীভাবে চলার পর বরিশাল নগরীর কাশীপুর সুরভী এলপিজি ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছে বিস্ফোরক অধিদপ্তর। অনুমোদনবিহীনভাবে তরল গ্যাস সংরক্ষন ও বিক্রির দায়ে গত ২৫ সেপ্টেম্বর এই গ্যাস ফিলিং স্টেশনটি বন্ধ করে দেয়া হয় বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় বিস্ফোরক পরিদর্শক মো. ফরিদউদ্দিন আহমেদ। এর আগে অবৈধভাবে তরল গ্যাস সংরক্ষন ও বিক্রির অভিযোগে গত ১৬ এপ্রিল সুরভী এলপিজি স্টেশন কর্তৃপক্ষকে কারন দর্শানোর নোটিশ দেয় বিস্ফোরক অধিদপ্তর। সংশ্লিস্ট সূত্র জানায়, নগরীর কাশীপুরে সুরভী ফিলিং স্টেশনের অভ্যন্তরে বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন ছাড়াই একটি এলপিজি ফিলিং স্টেশন চালু করেন ব্যবসায়ী রিয়াজুল কবির। আবাসিক বসতবাড়ির অদূরে কোন অনুমোদন ছাড়া গ্যাস ফিলিং স্টেশন চালু করায় গত ১৬ এপ্রিল সুরভী এলপিজি স্টেশন কর্তৃপক্ষকে কারন দর্শানোর নোটিশ দেয় স্থানীয় বিস্ফোরক অধিদপ্তর। কারন দর্শানো নোটিশের জবাব ঢাকার প্রধান কার্যালয়ে দিতে বলা হয়। নোটিশের জবাবে এলপিজি স্টেশন চালু করতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের বিষয়টি জানা ছিলো না বলে তারা দাবী করে। কিন্তু তারপরও বন্ধ হচ্ছিলো না বরিশালের অবৈধ এই এলপিজি স্টেশনটি। বিস্ফোরক অধিদপ্তর বরিশাল বিভাগের প্রধান বিস্ফোরক পরিদর্শক মো. ফরিদউদ্দিন আহমেদ বলেন, সম্প্রতি কাশীপুর হয়ে গন্তব্যে যাওয়ার পথে সুরভী এলপিজি স্টেশনে অবৈধভাবে তরল গ্যাস সংরক্ষন ও বিক্রি করতে দেখেন তিনি। পরে সেখানে নেমে বিষয়টির সত্যতা পান। পরে অবৈধ ওই এলপিজি স্টেশন বন্ধের জন্য জেলা প্রশাসন এবং সংশ্লিস্ট থানা কর্তৃপক্ষকে চিঠি দেন তারা। ফরিদউদ্দিন আহমেদ বলেন, সুরভী এলপিজি স্টেশন নির্মানের জন্য তাদের কাছ থেকে স্থাপনার নকশা অনুমোদন নেয়া হয়েছে। কিন্তু তাদের গ্যাস সংরক্ষন কিংবা বিক্রির অনুমোদন দেয়া হয়নি। তারপরও তারা অবৈধভাবে গ্যাস বিক্রি করছিলো। ঢাকা প্রধান কার্যালয়ের প্রধান বিস্ফোরক পরিদর্শক মো. শামসুল আলম জানান, সুরভী এলপিজি স্টেশন দির্ঘদিন ধরে অবৈধভাবে তরল গ্যাস সংরক্ষন ও বিক্রি করে আসছিলো। স্থানীয় প্রশাসনের সহায়তায় গত ২৫ সেপ্টেম্বর থেকে সুরভীর এলপিজি স্টেশনের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদন ছাড়া তাদের আর তরল গ্যাস বিক্রি করতে দেয়া হবে না বলে জানান প্রধান বিস্ফোরক পরিদর্শক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD