রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:১৫ অপরাহ্ন
রিপোর্ট আজকের বরিশাল :
কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল নদী বন্দরে (০১ অক্টোবর) সকাল থেকে যাত্রী প্রবেশ ফি ৫ টাকার স্থলে ১০ টাকা করে আদায় করা হচ্ছে। এতে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করলেও, তারা বন্দরে যাত্রীদের জন্য সার্বিক সুযোগ-সুবিধা বাড়ানো কথা বলেছেন। বরিশাল থেকে মেহেন্দিগঞ্জ গামী লঞ্চের যাত্রী শাহাজালাল বলেন, টার্মিনালে প্রবেশের ৫ টাকার টিকিট ১০ টাকা করা হয়েছে। যার পুরোটাই যাত্রীদের বহন করতে হবে। তাই যাত্রীদের কথা চিন্তা করে টার্মিনাল এলাকার সুযোগ-সুবিধা বাড়ানো উচিত। বরিশাল নদী বন্দরে গাড়ি পার্কিং এর জায়গা থাকলেও নিরাপত্তার কোন ব্যবস্থা নেই। তাই পল্টুনে হুর হুর করে সবাই মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছে, ইচ্ছে মতো যাত্রীদের সরে যাওয়ার জন্য হর্ণ বাজাচ্ছে, মনে হচ্ছে পল্টুন না সড়ক দিয়ে মোটরসাইকেলগুলো যাচ্ছে। আর সড়কের মাঝে লঞ্চের যাত্রীরা দাড়িয়ে আছে। অপর এক যাত্রী শাম্মী আক্তার জানান, নদী বন্দরের টার্মিনালে পর্যাপ্ত বসার জায়গা থাকলেও সেগুলোর ও আশপাশ প্রতিনিয়ত হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা দখল করে রাখে। ফলে যাত্রীরা সেখানে ইচ্ছে করলেই বসতে পারছে না। আবার একতলা (অভ্যন্তরীন) লঞ্চঘাটের আশপাশে কোন বাথরুম নেই, রয়েছে টার্মিনাল ভবনের নীচতলায়। যার কারনে যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তাদের দাবী টিকিটের ফি যেমন বাড়ানো হয়েছে, তেমনি যেনো নদী বন্দরে সেবার মান ও যাত্রীদের জন্য সুযোগ-সুবিধা, নিরাপত্তা নিশ্চিত করা হয়। এদিকে বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার জানান, অর্থমন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের যৌথ অনুমোদনের প্রেক্ষিতে বিআইডব্লিউটিএ শুল্ক হার-২০০৯ এর সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত পাঁচ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তা শুধুমাত্র বিআইডব্লিউটিএর কর্মচারীরা যেসব বন্দরে প্রবেশ ফি উত্তোলন করে থাকেন সেসব বন্দরে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। আর যেসব বন্দর ইজারা দেওয়া সেখানে পূর্বের পাঁচ টাকাই জনপ্রতি আদায় করবে। ইজারা দেওয়া বন্দরসমূহে ২০২০ সালের ১ জুলাই থেকে ৫টাকা আদায়ের পরিবর্তে ১০ টাকা আদায়ের সিদ্ধান্ত কার্যকর হবে। এই কর্মকর্তা আরও জানান, অর্থমন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের যৌথ অনুমোদনের প্রেক্ষিতে বিআইডব্লিউটিএ শুল্ক হার-২০০৯ এর সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত পাঁচ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আবার মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও গর্ভবর্তী মহিলাদের ক্ষেত্রে কার্যকর হবে না। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, সারাদেশের ২১টি নৌবন্দরের মধ্যে ১২টি বন্দরে আজ থেকে প্রবেশ ফি যাত্রীপ্রতি ১০টাকা করে আদায় করা হবে।