মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:২০ অপরাহ্ন
বাকেরগঞ্জের সাহেবপুরে প্রতিদিন সন্ধ্যা হলেই মাদকের জমজমাট আড্ডা বসে। এলাকার মাদকসেবীরা সন্ধ্যা হলেই মাদক সেবন করতে ভিড় জমায় মাদকের আড্ডায়। এ ঘটনায় এলাকায় মানুষের মাঝে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। আইনশৃংখলা বাহিনী ব্যবস্থা না নিলে যে কোনো সময় তাদের এই ক্ষোভ মাদকের আড্ডায় হানা দিয়ে আস্তানা ভাংচুর করায় রুপ নিতে পারে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সাহেবপুর গ্রামের হুমায়ুন হাওলাদারের পুত্র সোহাগ হাওলাদার দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। এক সময় সাহেবপুর গ্রামের নাসির তালুকদার ছিল এলাকার মাদক সম্রাট। গারুড়িয়া ইউনিয়নের মাদক ব্যবসা সে নিয়ন্ত্রণ করতো। সম্প্রতি নাসির তালুকদার প্রশাসনের আহবানে সাড়া দিয়ে বরিশালের ডিআইজির হাতে ফুল দিয়ে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। আর এ সুযোগে এলাকার মাদক ব্যবসা সোহাগের নিয়ন্ত্রণে চলে যায়। একাধিক সূত্র জানায়, সন্ধ্যা হলেই সেখানে এলাকার যুব সমাজকে নিয়ে মাদকের আড্ডা বসান। মাদক সেবনের নিরাপদ স্পট হিসেবে এই মাছের ঘেরটি এলাকাবাসীর কাছে খুব পরিচিত। প্রশাসন যদি অবিলম্বে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেফতারপূর্বক মাদক সেবনের এই অভয়ারণ্যটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা না হয় তাহলে এলাকার যুব সমাজ দিন দিন ধ্বংশের দিকে চলে যাবে। এ বিষয়ে ব্যবস্থা নিতে এলাকাবাসী পুলিশের ডিআইজিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।