রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৩৮ অপরাহ্ন
বরিশালে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সিটি কর্পােরেশনের মেয়র নির্বাচিত হওয়ার পরে এগিয়ে চলছে কার্যক্রম। এরই ধারাবাহিকতায় বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের বেতন প্রথম ধাপে বাড়ানো হয়। পরিচ্ছন্নতা কর্মীদের বেতন ৬ হাজার টাকা থেকে ৯ হাজার টাকা করা হয়েছে। সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদের বেতনের সাথে ১ হাজার টাকা বৃদ্ধি করা হয়। জানা গেছে বরিশাল সিটি কর্পােরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এমন উদ্যেগকে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করেন সিটি কর্পোরেশনের কর্মচারীরা। সূত্র জানা গেছে বিগত দিনে বরিশাল সিটি কর্পােরেশনের কর্মচারীরা সঠিক ভাবে বেতন পেত না। আর বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সঠিক ভাবে বেতন এবং বোনাসের ব্যবস্থা করেন।বিষয়টি নিয়ে কথা হয় বরিশাল সিটি কর্পোরেশেনর জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হোসেন বাবলু জানান, আগে কোন মেয়রের আমলে আমরা সঠিক ভাবে বেতন পেতাম না। কিন্তু বর্তমান মেয়রের আমলে বেতনের কথা চিন্তাই করা লাগে না। তার এই বোনাস চালু করার কারনে সাধারন কর্মচারীরা অনেক খুশি হয়েছে। তাই কর্মচারীদের কাজ করতে অনেক উৎসাহ পেয়ে অনেক কাজ করে যাচ্ছে।