শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

নলছিটির রেজাউল চৌধুরী আটক

নলছিটির রেজাউল চৌধুরী আটক

ঝালকাঠির নলছিটি পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট সাংবাদিক মু: মনিরুজ্জামান মুনিরের দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় নলছিটি উপজেলার শীর্ষ সন্ত্রাসী রেজাউল চৌধুরীকে গ্রেফতার করেছে নলছিটি থানার পুলিশ। ঢাকার সাইবার ট্টাইব্যুনালের মামলা নং-৪০১/১৮ এর গ্রেফতারি পরোয়ানায় নলছিটি থানার এসআই মো: রাসেল গত ৫ অক্টোবর রাতে রেজাউলকে নান্দীকাঠী এলাকা থেকে আটক করে। জানা গেছে, সন্ত্রাসী রেজাউল চৌধুরী তার বাহিনী নিয়ে ২০১৭ সনের ৫মার্চ বোরকা পরিহিত এক স্কুল ছাত্রীকে রাস্তায় লাঞ্ছিত, টেনে-হিচড়ে ও বোরকার মুখোশ খুলতে বাধ্য করার ঘটনা সাংবাদিক মু: মনিরুজ্জামান মুনির সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিলে তা ভাইরাল হয়। ওইদিন রাতে নলছিটি থানার পুলিশ রেজাউলকে আটক করে সাংবাদিক মুনিরের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা দায়ের করার শর্তে গভীর রাতে ছেড়ে দেয়। পরদিন ৬মার্চ রাত ১১.১৮ ঘটিকায় রেজাউল চৌধুরী তার ফেইসবুক আইডি দিয়ে সাংবাদিক মুনিরকে ফালতু সাংবাদিক ও মানুষরুপী জানোয়ার উল্লেখ করে পোষ্ট দেয়। এবং ৭ মার্চ ঝালকাঠি আদালতে সাংবাদিক মু: মনিরুজ্জামান মুনিরের বিরুদ্ধে চাঁদাবাজির নালিশী অভিযোগ করে। আদালতের বিচারক এইচ এম কবির হোসেন মিথ্যা-ভিত্তিহীন মামলা খারিজ করে সন্ত্রাসী রেজাউল চৌধুরীকে জেল হাজতে প্রেরণ করেন এবং বিচারক নিজেই বাদী হয়ে রেজাউল চৌধুরীকে আসামী করে সিআর-৪১/১৭(ঝাল)মামলা দায়ের করেন। ওই মামলাটি বর্তমানে স্বাক্ষীর জন্য রয়েছে। এদিকে সাংবাদিক মু: মনিরুজ্জামান মুনির রেজাউল চৌধুরীর বিরুদ্ধ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন, যা বর্তমানে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। ওই মামলায় গত ২৪ সেপ্টেম্বর রেজাউল চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD