শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেছেন বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। যা আগামী ২০২৫ সালের মধ্যে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। কিন্ত কতিপয় রাজনৈতিক নেতারা ক্ষমতার অপব্যাবহার করে দুর্নীতি লুটের মাধ্যমে বিশাল সম্পদের মালিক হয়েছে।। রাষ্ট্রের কৃষক-শ্রমিক-মেহনতি জনতার সম্পদ লুণ্ঠন করে তারা সম্পদের পাহাড় গড়েছে। মাত্র দুই পার্সেন্ট লুটেরাদের হাতে আজ রাষ্ট্রের সিংহভাগ সম্পদ”। দূর্ণীতি দূর্বৃত্তায়ন ও অস্প্রদায়িকতা অবসানে ১৪ দলের কর্মসূচীর বিপরীতটাই ঘটেছে এ যাবৎকাল। তিনি আরো বলেন রাজনীতিবিদদের হাতে এখন আর রাজনীতি নেই। রাজনীতি দখল করে নিয়েছে দূর্বৃত্তরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া সাম্প্রতিক অসাদু দূর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান জনমনে আশার সঞ্চার করেছে। এ অভিযান সফল করতে এক যৌক্তিক পরিনতির দিকে যেতে হবে। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন আপনার চারপাশে যারা রয়েছে তাদের মধ্যে কিছু নেতারা শেয়ার বাজারে সাথে দুর্নীতি করেছে ও ব্যাংক কেলেংকারি সাথে যারা জড়িত। তিনি রোববার সকাল ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলা অডিটরিয়াম চত্বরে ওয়ার্কার্স পার্টির সম্মেলয়নে এ সব কথা বলেছেন। পার্টির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন গত ১০ বছরে ওয়ার্কার্স পার্টির যে ভাবে বিস্তৃতি ঘটেছে। ওয়ার্কার্স পার্টি একটি আদর্শিক সংগঠন। ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের সবসময় এসব দুর্নীতিবাজ-লুটেরাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আগামী ২০২৩ সালের জাতীয় নির্বাচনে জোটে থাকলেও দলীয় হাতুড়ি প্রতীক নিয়েই নির্বাচন করবে ওয়ার্কার্স পার্টি।’ কিন্ত রাজনৈতিক মানকে উন্নতি না করতে পারলে পার্টির এই বিস্তৃতিকে কাজে লাগানো যাবে না। মেনন পার্টির সকল নেতাকর্মীদের জনগণের বিভিন্ন অংশের মধ্যে দৃঢ় সংগঠন গড়ে তোলার আহ্বান জানান। বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি টিএম শাহজাহান তালুকদারের সভাপতিত্বে ও অধ্যাপক গোলাম হোসেন, শাহিন হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল খালেক, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু,সাধারন সস্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান, অধ্যক্ষ আব্দুল মোতালেব হাওলাদার, ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ,ছাত্র মৈত্রির কেন্দ্রীয় সহ সভাপতি সুজন আহমেদ শামিল শাহরোখ তমাল, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, শান্তি দাস, উপজেলা যুবমেত্রীর সভাপতি আলাউদ্দিন খান, ওয়ার্কার্স পার্টির সম্পাদক হাসানুর রহমান পান্নু, আনোয়ার হোসেন মাস্টার, মতিউর রহমান কালু, শহিদ হাওলাদার, রবীন বৈদ্য, রাজা দিলীপ কুমার রায় প্রমুখ। সম্মেলনে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন বেইজ কমান্ডার বীর প্রতীক রতন আলী শরীফ ও বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব হাওলাদার। এসময় চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সবুজ, রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ, সরকারি আবুল কালাম ডিগ্রী কলেজের ছাত্রলীগ সভাপতি আমিনুর রহমান প্রমুখ ছাড়াও ওয়ার্কার্স পার্টি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন প্রমূখ।