রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৫ পূর্বাহ্ন

ব‌রিশালে বিভাগে কোয়ারেন্টাইন হোমে ১৯৪ জন

ব‌রিশালে বিভাগে কোয়ারেন্টাইন হোমে ১৯৪ জন

রিপোর্ট আজকের বরিশাল:

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ব‌রিশালে বিভাগে ১৯৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যারমধ্যে ১০৪ জন নতুন এবং ৯০ জন পূরাতণ রয়েছেন।বুধবার (১৮ মার্চ) দুপুরে বিষয়‌টি নি‌শ্চিত করেছেন স্বাস্থ্য অ‌ধিদপ্ত‌রের ব‌রিশাল বিভাগীয় কার্যালয়ের সহকা‌রি পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল।তিনি জানান, কোয়ারেন্টাইনে থাকা ১৯৪ জনের অধিকাংশই প্রবাসী, যারমধ্যে বরিশাল ও বরগুনায় ২ জন হাসপাতালে রয়েছেন। তবে বরিশাল বিভাগে এখন পর্যন্ত কারো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।সহকা‌রি পরিচালক বলেন, কোয়ারেন্টাইনে থাকা লোকজনদের পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মী। পাশাপা‌শি এদের সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখার কাজে জেলা- উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহায়তা করছে। আমরা ইউনিয়ন থেকে জেলা পর্যায়ে আমাদের সার্সিং কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD