বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১২:৫২ অপরাহ্ন

করোনার চিকিৎসার জন্য ইজতেমা ময়দান সেনাবাহিনীর কাছে হস্তান্তর

করোনার চিকিৎসার জন্য ইজতেমা ময়দান সেনাবাহিনীর কাছে হস্তান্তর

ডেক্স রিপোর্ট ॥

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টাইন ও চিকিrসার জন্য টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ইতিমধ্যে ইজতেমা ময়দান সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী। বৃহস্পতিবার সচিবালয়ে করোনাভাইরাস প্রতিরোধের প্রস্তুতি বিষয় জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কুয়েত মৈত্রী হাসপাতালকে এই রোগের চিকিrসার জন্য ব্যবহার করা হচ্ছে। আরও অনেক হাসপাতাল ব্যবহারের জন্য চিহ্নিত করা হয়েছে। ওইসব হাসপাতালগুলোতে ২ হাজার শয্যার ব্যবস্থা করা যাবে। বড় পরিসরে প্রয়োজন হলে বিশ্ব ইজতেমার ময়দান ব্যবহার করা হবে। সে জন্যই বিশ্ব ইজতেমার জায়গাটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত ৫ হাজার জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। ফরিদপুর, মাদারীপুর, শিবচর এলাকায় করোনা রোগীর সংখ্যা বেশি। অবস্থার অবনতি হলে এ এলাকাগুলো লকডাউন করা হবে।

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD