শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৯ অপরাহ্ন

বরিশালে পণ্যের দাম বৃদ্ধি, ৬ জনকে অর্থদন্ড

বরিশালে পণ্যের দাম বৃদ্ধি, ৬ জনকে অর্থদন্ড

রিপোর্ট আজকের বরিশাল ॥

করোনা ভাইরাসকে পুঁজি করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ছয়টি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন। জানা গেছে, টরকী বন্দরের ব্যবসায়ী তৈয়বুর রহমানকে তিন হাজার, রাখাল চন্দ্র দাসকে তিন হাজার, রফিকুল ইসলামকে তিন হাজার, অলিল মিয়াকে সাত হাজার, নিরুবালী আকনকে তিন হাজার ও হাবুল হাওলাদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অভিযান পরিচালনার খবর পেয়ে টরকী বন্দরের অন্যান্য অসাধু ব্যবসায়ীরা দোকান বন্ধ করে গাঁ ঢাকা দেয়। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিহা তানজিন বলেন, জনস্বার্থে উপজেলাজুড়ে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD