শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন
লালমোহন প্রতিনিধি।।
লালমোহনে পূর্ব শত্রুতার জেরধরে দুই জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।উপজেলার কালমা ইউনিয়নের বালুচর ৭ নং ওয়ার্ডে ১৮ মার্চ অনুমান বেলা ২টার সময় এ ঘটনা ঘটে।জাযায় বালুচর গ্রামের আলী হাওলাদর বাড়ীর মৃত আনা মিয়ার ছেলে শাহে আলম বাড়ী থেকে একটু দুরে তার জমিতে কাজ করতে যায়। ঘটনার সময় একই এলাকার জামাল,রুবেল,মনির,কামাল,রাশে, মুন্নি সহ আরো কয়েকজন মিলে তাকে মারধর করার জন্য ধাওয়া করে, শাহে আলম তাদেরকে লাঠি সোটা নিয়ে আসতে দেখে দৌড়ে এসে পাসের এক বাড়ীতে ওঠে, পরে হালা কারিরা ওই বাড়ীতে গিয়ে শাহে আলমকে এলোপাথাড়ি মারধর মরতে থাকে। তার ডাকচিৎকারে মেয়ে শিরিনা আক্তার বাবাকে উদ্ধার করতে আসলে তাকেও বদরক মারধর করে।পরে স্থানীয় লোকজন এসে হামলা কারিদের হাত থেকে উদ্ধার করে তাদেরকে লালমোহন হাসপাতালে ভর্তি করেন।আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।আহত শাহে আলম অভিযোগ করে জানান,এর কিছুদিন পূর্বে উক্ত হামলা কারিরা একদল বহিরাগত লোক নিয়ে তাদের মারপিট করে, পরে তার ৬দিন লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন,সে বিচার ফয়সালা এখনো প্রক্রিয়াধীন, এর পরও আবার নতুন করে এ হামলা মারধর করে।এ ব্যপারে ঐ এলার মেম্বার হারুন মিয়ার কাছে জানতে চাইলে তিনি জানান, এমন ঘটনা শুনেছি উভয় পক্ষ আসলে ঘটনা যেনে ফয়সালা করবো।