শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:২৫ পূর্বাহ্ন

ভোলায় ১৯ ব্যবসায়ীর জরিমানা

ভোলায় ১৯ ব্যবসায়ীর জরিমানা

রিপোর্ট আজকের বরিশাল:

করোনা-আতষ্কে নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম বেশি রাখা ও মজুদ করায় ১৯ ব্যবসায়ীকে অর্থ দন্ড করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালত ভোলা সহ বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ২ লাখ ২২ হাজার টাকা জরিবানা আদায় করে। দুপুরে ভোলা সদরের খাল পাড় এলাকায় ও পরানগঞ্জ এলাকায় পৃথক পৃথক ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১২ ব্যবসায়ীর ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা করেছে। জেলা প্রশাসক এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার পিয়াস চন্দ্র দাশ ও নাদির হোসেন শামীম যৌথ ভাবে ভ্রামমান আদালতের অভিযানে পরিচালনা করেন। এসময় তারা জানায়,করোনা-আতষ্কের এ সময় হঠাৎ এক শ্রেনির ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রির অভিযোগে এর ভিত্তিতে চাউল বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় কৃষি বিপনন আইন-২০১৮ অনুযায়ি-মূল্যতালিকা প্রদর্শন না করা,নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর বেশি দাম রাখা,অতিরিক্ত মজুদ রাখার অপরাধে- মেসার্স রাইহান ট্রেডার্স এর ব্যবসায়ী আব্দুর রাজ্জাক লাল মিয়াকে ১ লাখ টাকা, মঞ্জুর মোরশেদকে ৭০ হাজার টাকা, মেসার্স উমর ট্রেডার্স এর মো: মিজানকে ৫ হাজার টাকা,আব্দুল্লাহ রাইস এর ইকবাল হোসেনকে ৫ হাজার, মেসার্স তিহান ট্রেডার্স এর জাহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিবানা আদায় করা হয়। এছাড়াও পেয়াজ ব্যাবসায়ী জামাল হোসেন ৩ হাজার টাকা,মো: জুয়েল ২ হাজার টাকা,বাবুল ২ টাকা জরিমানা আদায় করা হয়। পেয়াজ এর অতিরিক্ত মূল্য নেয়ার অপরাধে তাদের এই জরিবানা আদায় করা হয়। অপরদিকে লালমোহন উপজেলায় করোনা ভাইরাসকে কেন্দ্র করে চাল, পিয়াজ, আলুসহ কয়েকটি পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করায় ৭ ব্যবসায়ীর ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি। শনিবার সকালে লালমোহন পৌর শহরের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, করোনা ভাইরাসকে কেন্দ্র করে কোনো ব্যবসায়ী চালা-পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বেশী দামে বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে। বাজার নিযন্ত্রন করতে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD