বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৩:১১ পূর্বাহ্ন

সারাদেশে লকডাউন চায় ওয়ার্কার্স পার্টি

সারাদেশে লকডাউন চায় ওয়ার্কার্স পার্টি

করোনাভাইরাস মোকাবিলায় সারাদেশ ১৫ দিনের জন্য লকডাউন চায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। শনিবার ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এক বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়, ‘ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো সুনিদিষ্টভাবেই মনে করে চীন, দক্ষিণ কোরিয়া যেভাবে সংকট মোকাবিলা করেছে সেই পথে অত্যন্ত বলিষ্টতার সঙ্গে সারাদেশ ১৫ দিনের জন্য লকডাউন করে জনগণের খাদ্য, চিকিৎসাসেবা নিশ্চিত করার ব্যবস্থা করবে সরকার। সেইসঙ্গে শ্রমজীবী-দরিদ্র মানুষের প্রতিদিনের খাদ্য চাহিদার পরিপূরণের ব্যবস্থা করবে। পৃথিবীর বিভিন্ন দেশ এভাবেই পরিস্থিতি মোকাবিলা করছে এবং বর্তমান সরকারের সেই সক্ষমতাও আছে। এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। জনগণ করোনা নিয়ন্ত্রণে সরকারের বলিষ্ঠ ভূমিকা কামনা করছে। উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, ‘সরকার সমন্বিত সংকট মোকাবিলা করার সক্ষমতা প্রদর্শন করতে পারছে না। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও তার মন্ত্রীদের অতিকথন পরিস্থিতিকে আরও ঘোলাটে করছে। বাস্তবতার সঙ্গে তাদের কথা ও কাজ মিলছে না। করোনা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উপকরণ স্বাস্থ্যকর্মীদের প্রদান করা হয়নি। এমনকি ন্যূনতম যে প্রশিক্ষণ লাগে, সে ব্যবস্থাপনাও গড়ে তোলা যাচ্ছে না। চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা প্রস্তুতির অভাবে নিজেরাই আতঙ্ক এবং মানসিক পীড়ায় আছেন। দিনে আনা দিনে খাওয়া শ্রমজীবী মানুষ ইতোমধ্যেই কর্ম হারিয়েছেন। সরকার “সব প্রস্তুতি আছে” বলে যে গোঁজামিল বক্তব্য দিচ্ছে, তাতে পরিস্থিতির মোকাবিলা করা যাবে না। এভাবে চললে সব কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’এতে আরও বলা হয়, ‘মহামারি পরিস্থিতি সৃষ্টির আগেই সব অঞ্চলে করোনা নিয়ন্ত্রণের যেসব নির্দেশাবলি ইতোমধ্যে ঘোষিত হয়েছে তা নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। নিজেদের সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD