মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৩:১৮ পূর্বাহ্ন

বরিশালে করোনা প্রতিরোধে ট্রাফিক সার্জেন্টের মাস্ক-গ্লোভস বিতরণ

বরিশালে করোনা প্রতিরোধে ট্রাফিক সার্জেন্টের মাস্ক-গ্লোভস বিতরণ

রিপোর্ট আজকের বরিশাল:

করোনা ভাইরাস প্রতিরোধে বরিশালে ট্রাফিক পুলিশ সহ সাধারণ মানুষের মাঝে মাক্স ও হ্যান্ড গোল্ভস বিতরণ করেছেন বিএমপি ট্রাফিকের চৌকস সার্জেন্ট রানা মিয়া।‘নিজেদের নিরাপদ রেখে জনগণকে নিরাপদ রাখতে পাশে দাঁড়াতে হবে’ বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান ( বিপিএম)-বার এর কথায় উদ্বুদ্ধ হয়ে নিজ উদ্যোগে এসব বিতরন করেন তিনি। রবিবার (২২মার্চ) সকালে নগরীর বিএমপি ট্রাফিক ডিসি কার্যালয় থেকে শুরু করে , কাকলীর মোড় পুলিশ বক্স, বিবিরপুকুর পাড়, আমতলার মোড় পুলিশ বক্স, নতুল্লাবাদ পুলিশ বক্স, রূপাতলী পুলিশ বক্স, নগর ভবনের সামনে, জেল খানার মোড় সহ বিভিন্ন পয়েন্টে শতাধিক পুলিশ সদস্য ও সাধারন মানুষের মাঝে এসব বিতরন করা হয়।এসময় আরও উপস্থিত ছিলেন, বিএমপির ট্রাফিক বিভাগের টিআই মোঃ রবিউল আলম, টিএসআই ফোরকানসহ অন্যান্য কর্মকর্তারা।পুলিশ সার্জেন্ট রানা মিয়া বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের বিএমপির পুলিশ কমিশনার মহোদয় বলেছেন ‘নিজেদের নিরাপদ রেখে জনগণকে নিরাপদ রাখতে পাশে দাঁড়াতে হবে’। তার এই কথায় উদ্বুদ্ধ হয়ে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে পুলিশ সদস্য সহ সাধারন মানুষের মাঝে মাক্স ও হ্যান্ড গোল্ভস বিতরন করেছি ।এদিকে তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ডিসি ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার সহ ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, যদি সমাজের সবাই এভাবে এগিয়ে আসে তাহলে দেশ করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সহায়ক হতো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD