সোমবার, ০৫ Jun ২০২৩, ০১:৫১ অপরাহ্ন

বাউফলে স্বামী দেশে আস‌ায় চ‌লে গে‌লেন স্ত্রী

বাউফলে স্বামী দেশে আস‌ায় চ‌লে গে‌লেন স্ত্রী

রিপোর্ট আজকের বরিশাল:

ক‌রোনাভাইরাস নি‌য়ে পটুয়াখালীর বাউফ‌লে ঘ‌টে গেল লঙ্কাকাণ্ড। বিদেশ থেকে স্বামী আসার কথা শু‌নে স্ত্রী চ‌লে গে‌ছে বা‌পের বাড়ি। এ ঘটনা গ্রাম থে‌কে উপ‌জেলায় এরপর জেলা শহ‌রেও আ‌লোচনার শী‌র্ষে।ঘটনাটি ঘটেছে বাউফল সদর ইউনিয়নের একটি গ্রামে (নাম প্রকাশ করা হলো না)। স্থানীয়রা জানান, বি‌দেশ থে‌কে স্বামী আস‌ছে এমন কথা শুনলে স্ত্রীরা সাধারনত খুশি হন। পাশাপা‌শি স্বামী ও স্ত্রীর প‌রিবা‌রের অন্যান্য সদস্যরাও খুশী‌তে মা‌তোয়ারা থা‌কে। কিন্তু বাউফলের গ্রামটিতে ঘটেছে তার উল্টো।স্বামী করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে এই আশঙ্কায় শনিবার সকালে ওই স্ত্রী তার শ্বশুর-শাশুড়িকে রে‌খে বাবার বাড়ি চলে যান। বিষয়টি শ্বশুর বাড়ির লোকজন ভালোভাবে না নিলেও স্থানীয় লোকজন ওই গৃহবধুকে সাধুবাদ জানিয়েছেন।স্থানীয়দের অভিমত, দেশ তথা গোটা বিশ্ব যখন করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর সর্বত্র আতঙ্ক চলছে তখন প্রবাসীর স্ত্রীর এমন সিদ্ধান্ত দৃষ্টান্ত স্থাপন করেছে। অন্যান্য প্রবাসীদের স্ত্রীদের উচিৎ অন্তত ১৪ দিন তাদের স্বামীকে এড়িয়ে থাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD