রবিবার, ১৫ Jun ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গৌরনদীতে যুবককে কুপিয়ে জখম বরিশালে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও লুটপাট আহত অন্তত ৭ জন, থানায় অভিযোগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ ড. মুহাম্মদ ইউনূসকে ট্রাম্পের শুভেচ্ছাবার্তা কিসের ইঙ্গিত? ভারত কি তবে ব্যর্থ! কোন অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই বেগম জিয়া ‘একজন আপোষহীন নেত্রী’ — আবু নাসের মো: রহমাতুল্লাহ মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ‘ভাস্কর্য’ চায় না পরিবার সংস্কার ও বিচারবিহীন নির্বাচন মেনে নেওয়া হবে না : নাহিদ একাত্তরের অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই ২৪ এর গণঅভ্যুত্থান- আসিফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা
পিরোজপুরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দোকন পাট বন্ধের ঘোষনা

পিরোজপুরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দোকন পাট বন্ধের ঘোষনা

পিরোজপুর প্রতিনিধিঃ

করোনাভাইরাস সংক্রমণরোধে পিরোজপুর জেলাব্যাপী সোমবার সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত মার্কেটসমূহ, সমস্ত বিলাস সামগ্রীর দোকান, চায়ের দোকান, হোটেল, রেস্টুরেন্ট, বেকারি বন্ধ থাকার নির্দেশ দেয়া হয়েছে। তবে মুদি, কাঁচা বাজার, ঔষধের দোকান খোলা থাকবে। সোমবার (২৩ মার্চ) পিরোজপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং জেলা ব্যবসায়ী সমিতির যৌথ সভায় এসব দোকানপাট বন্ধ ঘোষনার সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলার সকল হাট বাজারের মার্কেট ও উল্লেখিত দোকানসমূহ প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। কোন ব্যবসায়ী এ নির্দেশনা ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে, পিরোজপুরে নতুন করে আরও ৫৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এনিয়ে সোমবার পর্যন্ত পিরোজপুরে ৩০৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরা সবাই ইতালী, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদিআরব, ফ্রান্স, কাতার, মালয়েশিয়া ও ভারত থেকে দেশে এসেছে। পিরোজপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। হোম কোয়ারেন্টাইনে না থাকায় সোমবার জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী গ্রামের বেলায়েত হোসেন আকনের পুত্র কুয়েত প্রবাসী শাহীন হোসেনকে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD