রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৪৮ অপরাহ্ন
রিপোর্ট আজকের বরিশাল:
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা (আইসোলেশন) ইউনিটের ৩য় রোগী ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঐ রোগী হাসপাতালে আসলে কর্তব্যরত চিকিৎসক তার উপসর্গ দেখে সন্দেহ হলে হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করেন। আগত রোগী মোঃ শাওন (২৬) বরিশাল নগরীর ৮নং ওয়ার্ড বাজার রোড এলাকার বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা গেছে, জর, মাথাব্যাথা ও শরীর ব্যাথা নিয়ে এক রোগী আসলে তাকে করোনো ইউনিটে ভর্তি দেয়া হয়। পরবর্তীতে পরিক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে রোগীর পরিবারের সাথে যোগাযোগের চেস্টা করলে ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।