শনিবার, ১২ Jul ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
করোনাভাইরাস প্রতিরোধে ঝালকাঠি থেকে ঢাকা, বরিশালসহ সারাদেশে বাস ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশ অনুযায়ী জেলা প্রশাসন আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর থেকে বাস ও লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে দুপুরে বাসস্ট্যান্ডে এসে গন্তব্যে যেতে পারছেন না যাত্রীরা। অনেকেই বাস না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। এদিকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা হওয়ায় যাত্রীরা ঘাটে এসে ফিরে যাচ্ছেন। ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, ঝালকাঠি থেকে সকল রুটে বাস ও লঞ্চ বন্ধ করা হয়েছে। যাতে কোনও যাত্রী দূর থেকে এখানে প্রবেশ করতে না পারে এবং এখানে বসবাসকারীরা অন্যত্র গিয়ে আক্রান্ত না হয়। তাদের সুরক্ষার জন্যই সরকার এ পদক্ষেপ নিয়েছে।