বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:৩৬ পূর্বাহ্ন

বরিশালে বেশি দামে মাক্স বিক্রির অপরাধে জরিমানা

বরিশালে বেশি দামে মাক্স বিক্রির অপরাধে জরিমানা

রিপোর্ট আজকের বরিশাল:

বরিশাল নগরীতে অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও করোনা প্রতিরোধের মাক্স বিক্রি করার অপরাধে ৪টি প্রতিষ্ঠানে জরিমানা করা ও লিফলেট বিতরণ করা হয়েছে। আজ (২৪ মার্চ) মঙ্গলবার সকাল থেকে নগরীতে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে সাগরদী বাজার ও রুপাতলী বাজার এলাকায় ৪ টি দোকানে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সাগরদী বাজারে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে পেঁয়াজসহ অন্যান্য পণ্য বিক্রয় করার অপরাধে সেলিম স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি একই বাজারে অভিযান চালিয়ে মেডিসিনের দোকানে অধিক মূল্যে মাস্ক এবং হ্যান্ড গ্লোবস বিক্রয় করার অপরাধে সেবা মেডিকেলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে রুপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে রসুনসহ অন্যান্য পণ্য বিক্রয় করার অপরাধে গাজী স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একই বাজারে অভিযান চালিয়ে একটি মেডিসিনের দোকানে অধিক মূল্যে মাস্ক এবং হ্যান্ড গ্লোবস বিক্রয় করার অপরাধে শরিফ ড্রাগ হাউজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত জরিমানা করার পাশাপাশি তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এহেন অপরাধ পরিহার করার জন্য পরামর্শ দেয়ার পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রান্ত গণসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ জাকির হোসেন। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা জানান, জনস্বার্থে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD