বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:৪৬ পূর্বাহ্ন

বরিশালে ৮ দিন কম্পিউটার বিক্রয় বন্ধ

বরিশালে ৮ দিন কম্পিউটার বিক্রয় বন্ধ

রিপোর্ট আজকের বরিশাল:

করেনা ভাইরাস সংক্রমনের কারণে দেশের বর্তমান পরিস্থিতিতে জনকল্যান ও নিজেদের সুরক্ষার স্বার্থে প্রাথমিকভাবে ৮ দিনের জন্য সকল কম্পিউটার বিক্রয়কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সোমবার বাংলাদেশ কম্পিউটির সমিতি বরিশাল শাখার চেয়ারম্যান শাহ বোরহান উদ্দিন আহমেত ও সেক্রেটারি মোঃ খোরশেদ আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় সিদ্ধান্তের সাথে সংগতি রেখে বাংলাদেশ কম্পিউটির সমিতি বরিশাল শাখার ও সকল ব্যবসায়ীদের সম্মতিতে আগামীকাল ২৪ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রাথমিকভাবে সকল কম্পিউটার বিক্রয়কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তবে ৩১ মার্চ সকল ব্যবসায়ীদের আলোচনা ও মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। ওই নোটিশে বাংলাদেশ কম্পিউটার সমিতির সিদ্ধান্ত মেনে সবাইকে নিজ নিজ বিক্রয়কেন্দ্র বা বিপননকেন্দ্র বন্ধ রেখে নিজ বাসস্থানে অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি এ নোটিশ অমান্য করে কোন কম্পিউটার ব্যবসা প্রতিষ্ঠান বা বিক্রয়কেন্দ্র চালু রাখলে কম্পিউটার সমিতি কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কম্পিউটার সমিতির সদস্য মাসুক কামাল জানান, কম্পিউটার সমিতির ওই নোটিশের নীচে ৫ টি বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।যেগুলো হলো, একান্ত প্রয়োজন ব্যতিত শুধুমাত্র নিজ বাসস্থানে অবস্থান করা, প্রতিবেশি/আত্মীয়-স্বজনদের সাথে সামাজিক দূরত্ব বজায় রাখা, ঐচ্ছিক ভ্রমন এবং গণ-পরিবহন পরিহার করা, পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত থাকার সকল নিয়ম মেনে চলা এবং প্রতিষ্ঠানের সকল কর্মচারিদের সতর্ক করা, যেন এই বন্ধে দারা অযথা ঘোরাফেরা বা বেড়াতে না যায়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD