বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০১:৩৯ অপরাহ্ন

বাবুগঞ্জ-মুলাদী জনগনকে সচেতন হওয়ার আহ্বান এমপি গোলাম কিবরিয়া টিপু

বাবুগঞ্জ-মুলাদী জনগনকে সচেতন হওয়ার আহ্বান এমপি গোলাম কিবরিয়া টিপু

 

শফিকুল ইসলাম:

করোনাভাইরাস মোকাবেলায় সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছেন। জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩(বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলেছেন আমার নির্বাচনী এলাকা বাবুগঞ্জ-মুলাদীর প্রতিটি মানুষের পাশে আছি ও থাকব। এ মুহুর্তে সরকারের পাশাপাশি সাধারন মানুষ আরো বেশি সচেতন হওয়ার প্রয়োজন। এ কঠিন সময়ে নিত্যপণ্যের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিদেশ ফেরতদের উদ্দেশে বলেছেন আপনি কোয়ারেন্টাইনে থাকবেন। আপনার মাধ্যমে করোনা বাহক হয়ে থাকেন,তবে আপনার মাধ্যমে পরিবারের ও আশপাশের মানুষ করোনা আক্রান্ত হতে পারে। তাই নিজ দায়িত্বে আপনাকে কোয়ারেন্টাইনে অথবা হোম কোয়ারেন্টাইনে ১৪দিন বাধ্যতামূলক থাকতে হবে।মনে রাখতে হবে সরকার হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার উপকরন দ্রত পাঠানোর সব ব্যবস্থা করছেন। পরিবারের সদস্য ও মানুষজন থেকে নিদিষ্ট দুরত্ব বজায় রাখুন। এমপি গোলাম কিবরিয়া টিপু বলেন আপনারা দয়া করে দিনে অন্তত ৭-৮বার সাবান দিয়ে ২০ সেকেন্ড হাত ধুয়ে নিজেকে পরিস্কার রাখুন। কেই গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD