রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৩ পূর্বাহ্ন

সারাদেশের লঞ্চ চলাচল বন্ধ

রিপোর্ট আজকের বরিশাল:

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরিশাল থেকে সারাদেশের সাথে লঞ্চ যোগাযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বরিশাল বিআইডব্লিউটিএ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এই ঘোষণার কথা জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএ’র পরিচালক আজমল হুদা মিঠু সরকার।তিনি বলেন, বরিশাল নদী বন্দরসহ সববন্দর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সবধরনের যাত্রবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। প্রতিদিন রাতে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চ চলাচল করত তাও বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করে কেউ লঞ্চ চালালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।এর আগে আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল থেকে সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে সরকার।পরবর্তী নিরেদশনা না দেওয়া পর্যন্ত এই ঘোষণা কার্যকর থাকবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।তিনি বলেন, যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ রাখা হলেও পণ্যবাহী নৌযানসহ জরুরি প্রয়োজনে নৌযান চলাচল করবে।করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসমাগম এড়ানোসহ গণপরিবহনে ভ্রমণ নিষেধ করে আসছেন বিশেষজ্ঞরা। এই পরিপ্রেক্ষিতে সারাদেশে লোকাল ও মেইল ট্রেন, গণপরিবহনের পাশাপাশি যাত্রীবাহী নৌযান চলাচলও বন্ধ ঘোষণা করা হলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD