রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৭ পূর্বাহ্ন
রিপোর্ট আজকের বরিশাল:
প্রাণঘাতি করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ৫ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে নারীসহ দু’জন বুধবার দুপুরের দিকে ভর্তি হয়েছেন। এনিয়ে এ রোগে আক্রান্ত সন্দেহে সর্বমোট সাতজন ভর্তি হন। তবে হাসপাতালের করোনা ইউনিটে থাকা দু’জন চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন বলে জানা গেছে। হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন বুধবার রাত সাড়ে ৯টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে- বর্তমানে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ৫ জনের মধ্যে এক নারীসহ দু’জন আজ ভর্তি হন। এছাড়া একজন মঙ্গলবার রাতে ও বাকি দু’জন আগের ভর্তি। তবে কদিন আগে চারজন ভর্তি হলেও তাদের মধ্যে দু’জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। চিকিৎসাধীন ৫ জনের মধ্যে কেউ করোনা আক্রান্ত কী না এমন প্রশ্নে হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ বাকির হোসেন বলেন- পরীক্ষা করে তাদের কারও শরীরে মরণঘাতি এ ভাইরাসের উপসর্গ পাওয়া যায়নি। কিন্তু তার পরেও নিজেরাই সন্দিহান হয়ে পড়ায় তাদের করোনা ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’