রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:২১ অপরাহ্ন
দশমিনা প্রতিনিধি:
আজ ২৫ মার্চ বেলা ১১ ঘটিকায় পটুয়াখালীর দশমিনা উপজেলার দশমিনা সদর ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে বিশ্বের বহুল আলোচিত মরনঘাতি করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দশমিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দশমিনা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটনের নের্তৃত্বে এ কর্য্যক্রমের শুভ উদ্বোধন করেন,দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ তানিয়া ফেরদৌস। আমাদের দশমিনা প্রতিনিধি ফয়েজ আহমেদ জানান, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,দশমিনা থানা অফিসার ইনচার্জ এস এম জালাল উদ্দীন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ বনি আমিন খান,পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মোঃ জাকির হোসেন ভুট্টো,দশমিনা ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সদস্যাবৃন্দসহ আরো অনেকে। এমর্মে এ্যাডভোকেট লিটন বলেন, মরন ব্যাধী করোনা নির্মূল না হওয়া পর্যন্ত , আমার দশমিনা ইউনিয়ন পরিষদের পক্ষথেকে এ ধারা অব্যাহত থাকবে।