রবিবার, ১৫ Jun ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
গতকাল বুধবার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পশ্চিম রাজপাশা গ্রামের আল আমীন হত্যা মামলার বাদী আঃ মান্নান খান তার পরিবার ও ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে মঙ্গলবার রাতে আসামী নাছির খান এর বাড়ীতে লুটপাট চালায়। আসামীরা পিরোজপুর জেল হাজতে থাকায় এই ফাঁকে নাছিরের পুত্রবধু ও তার আত্মীয় স্বজনকে ঘর থেকে বেড় করে তাদের ঘরের আসাবাপত্র ভাংচুর ও স্বার্ণ অলঙ্কার, ইলেক্ট্রিক জিনিসপত্র লুটপাট পরে মূল ঘরটি ভাংচুর করে বাদী আব্দুল মান্নান ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী আল আমীন আকন, মামুন আকন, রুবেল খানসহ ৮/১০জন এর নেতৃত্বে ঘরের মালামাল নিয়ে যায়। এঘটনায় নাছির খান এর পুত্র বধু লিপি বেগম বাদী হয়ে থানায় একটি মামলা দায়েল করেন। পরে পুলিশ লুট পাটের সাথে জড়িত আল আমীন আকন ও মামুন আকনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে।