রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:১৯ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট:
বুধবার এ সংক্রান্ত একটি রিট নিষ্পত্তি করে বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এমন পর্যবেক্ষণ দেন। আদালত তার পর্যবেক্ষণে বলেন, করোনা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে। আর এ জন্য চীনের তাইওয়ানকে দৃষ্টান্ত হিসেবে নিতে উল্লেখ করেন আদালত। বলেন, সেখানে মাত্র দুজন আক্রান্ত হয়। এছাড়া প্রধানমন্ত্রীর ভাষণে যে দিক নির্দেশনা থাকবে সেগুলো সবাই পালন করার জন্য বলা হয় পর্যবেক্ষণে। এর আগে সারা দেশের করোনা পরীক্ষার ব্যবস্থা করতে নির্দেশনা চেয়ে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।