সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ এক গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিন শিহিপাশা গ্রামের সোহরাব সরদারের এক সন্তানেন স্ত্রী মাহামুদা বেগম (৩০) শারীরিক অসুস্থ্যতার কারনে বুধবার নিজ ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন মাহামুদা বেগমকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ওই গৃহবধূর মৃত্যুর সংবাদ পেয়ে থানার এসআই মনির হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য বুধবার দুপুরে বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।