শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে ইউপি সদস্যের ছেলেকে মধ্যযুগীয় কায়দায় হত্যার চেষ্টা হঠাৎ উত্তপ্ত বরিশাল-৩: মনোনয়ন বিতর্কের মাঝে আইনজীবীকে ‘টাউট-বাটপার’ বলায় ঝড় — দেশজুড়ে প্রতিবাদ বাবুগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও ইনপুট সহায়তা বিতরণ মাদারগঞ্জে নদীতে ডুবে ৫ শিশু নিখোঁজ, ৩ জনের লাশ উদ্ধার বাবুগঞ্জ ঈশ্বর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে উৎসবমুখর পরিবেশ বাবুগঞ্জ বায়লাখালি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত মাধবপাশা ইউনিয়নে শ্রমিক দলের উদ্দোগে ৩১ দফা লিফলেট বিতরণ ও দলিয় কার্যালয়ে উদ্বোধন গৌরনদীতে যুবককে কুপিয়ে জখম বরিশালে জমি দখলকে কেন্দ্র করে হামলা ও লুটপাট আহত অন্তত ৭ জন, থানায় অভিযোগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ
ঝালকাঠিতে সেনাবাহিনীর টহল শুরু

ঝালকাঠিতে সেনাবাহিনীর টহল শুরু

ঝালকাঠি প্রতিনিধি:

নোভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সিভিল প্রশাসনকে সহায়তা করতে প্রথমবারের মত ঝালকাঠিতে সেনাবাহিনীর টহল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর লেবুখালী শেখ হাসিনা সেনানিবাস থেকে দুটি গাড়ি করে ঝালকাঠিতে পৌঁছায় সেনাবাহিনীর এ দলটি। সেনা বাহিনী মাইকিং করে সতর্ক করছে। জরুরি প্রয়োজনে মাস্ক ছাড়া ও বিনা কারণে ঘোরাঘুরি করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তারা। পাশাপাশি পুলিশ বাহিনীও জেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সতর্ক করছে জনসাধারণকে। জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে রাস্তায় বের না হওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে। বাহিরে দুইজনের বেশি লোক একত্রিত হলেই পুলিশ তাদের ছত্রভঙ্গ দিচ্ছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন ২ জনসহ বর্তমানে এ জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১২৫ জন। জেলা শহরের বাজার রোড, লঞ্চঘাট, ব্যাকমোড়, কলেজ মোড়, ও সাধনের মোড়, চাঁদকাঠী মোড়সহ জনগুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল দেন সেনা সদস্যরা। জেলার উপজেলাগুলোতে সেনা সদস্যরা টহল দিয়েছেন। লেবুখালী সেনানিবাস থেকেই তারা এই কার্যক্রম চালাবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসন। জেলা প্রশাসনের বেশ কয়েকটি টিম ও জেলা পুলিশের কয়েকটি ইউনিট সার্বক্ষনিক মাঠে কাজ করছে। করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে ও বাজার দর স্থিতিশীল রাখতে কঠোর অবস্থানে রয়েছে সিভিল প্রশাসন। মানুষকে ঘরে রাখা নিশ্চিত করতে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেইসাথে টহলে রয়েছে সেনাবাহিনী। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে জনশূন্য হয়ে পড়েছে ব্যস্ততম ঝালকাঠি শহর। স্বাধীনতা দিবসের সকল অনুষ্ঠান বাতিল হওয়ায় সকাল থেকেই জন শূন্য রয়েছে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ও শিল্পকলা একাডেমী। বৃহস্পতিবার সকাল থেকে ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সকল প্রকার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একইসাথে জরুরি সেবাপ্রদানকারী দফতর ব্যতীত সকল সরকারি-বেসরকারি অফিস এবং যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসন জানায়, করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক দল ও ধর্মীয় সকল প্রকার সমাবেশ, গণজমায়েত বন্ধ করা, ত্রাণ কার্যক্রম পরিচালনাসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনী সহযোগিতা করবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD