সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ৯ এপ্রিল পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ, মাদরাসা, প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন, কোচিং সেন্টারসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতিতে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সব স্কুলে জাতীয় পতাকা উত্তোলন নিশ্চিত করার নির্দেশ দেয়া হলেও ভোলা সদর উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। সরেজমিন ঘুরে দেখা যায় সদর উপজেলার তৈয়বা খাতুন মডেল একাডেমি, পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়, ৬২নং বাঘার হাওলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রামদাসপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসাসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। এদিকে ২৬শে মার্চ জাতীয় পতাকা উত্তোলন না হওয়ায় মুক্তিযুদ্ধা ও সচেতন নাগরিকের দুঃখপ্রকাশ। তারা বলছেন সংশ্লিষ্ট কতৃপক্ষের গাফিলতির কারনে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এর প্রতি সু-সৃষ্টি রাখছেন না। আর অন্যদিকে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানান, যাঁরা পতাকা উত্তোলন করেনি তারা রাজাকার। রাজাকার হওয়ায় তারা পত্রিকা উত্তোলন করতে ভুলে যান। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করতে এবং সূর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকা নামানোর বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে স্কুলগুলোকে। একই সাথে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শিক্ষক-কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যেতে বলা হয়েছে। জানা গেছে, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সব স্কুলে জাতীয় পতাকা উত্তোলন নিশ্চিত করতে টেলিফোনে নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ। সে অনুযায়ী সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করতে এবং সূর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকা নামানোর বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে স্কুলগুলোকে। জাতীয় পতাকা উত্তোলন না হওয়ার বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন সুলতানা যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব কুমার দাস বলেন, ওরা রাজাকার।যাঁরা পতাকা উত্তোলন করেনি। রাজাকার হওয়ায় তারা পত্রিকা উত্তোলন করতে ভুলে গেছেন।