বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাবুগঞ্জে রাতে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে হাজির ইউএনও বাবুগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মামলা দায়ের বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত আমরা প্রতিশোধ মূলক কোনো কাজ করব না-জয়নুল আবেদীন বাবুগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রদর্শনীর বীজ ও উপকরণ বিতরণ বরিশালে এনএসআই’র তথ্যের ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান: মানহীন মিষ্টি–আইসক্রিম কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা বাকেরগঞ্জে অসহায়-হতদরিদ্র পরিবার উপহার পেল ’স্বপ্নকুঞ্জ’ বাবুগঞ্জে বেপরোয়া কিশোরগ্যাং: কলেজ ছাত্রকে মারধরের পর ফেসবুকে পোস্ট বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির মনোনয়নকে ঘিরে উৎসাহ—জনসমর্থনে এগিয়ে অ্যাড. জয়নুল আবেদীন বাবুগঞ্জ এলজিইডি’র এলসিএস কমিউনিটি অর্গানাইজার সানজিদার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগ
ভোলায় প্রকাশ্যে নিধন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ

ভোলায় প্রকাশ্যে নিধন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ

ভোলা প্রতিনিধি॥ নদী আর সাগর বেষ্টিত দ্বীপ জেলা ভোলার মেঘনা নদীতে সরকারি আইন অমান্য করে কারেন্ট জাল ও ব‌েহুন্দি জাল ব্যবহারে অবাধে নিধন করা হচ্ছে বিভিন্ন প্রজাতির পোনা মাছ। এতে জাটকা ও ডিমওয়ালা বিভিন্ন প্রজা‌তের মাছের পোনা সহ অন্যান্য জলজ প্রাণী অকালে মারা যাওয়ায় জীববৈচিত্র পড়েছে হুমকিতে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ভাংতির খাল সংলগ্ন স্থানীয় প্রভাবশালী ফারুক বেপারি, সাজল বেপারি ও হাছান বেপারির নেতৃত্বে নদীর মাঝে নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে অবৈধভাবে শিকার করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। ফ‌লে বিলুপ্ত হ‌চ্ছে প্রায় ২৫০ প্রজাতির মাছ। মাছশুন্যকরে তুলছে নদীগুলোকে। বৃহস্পতিবার সকালে ইলিশা ভাংতির খাল এলাকায় গিয়ে দেখা যায়, নদীর মাঝে জেলেরা বেহু‌ন্দি জাল ও কারেন্ট জাল পেতে বি‌ভিন্ন প্রজা‌তের ছোট ছোট ‌পোনা মাছ ও মা‌ছের রেনুসহ জালে ধরা পড়‌ছে জাটকা, ডিমওয়ালা পুটি, টেংরা, কই, বেলা, বাইলা, ব্যাঙ, সাপ ও অন্যান্য জলজ প্রাণী। ফ‌লে অ‌চি‌রেই ক‌মে যা‌বে বি‌ভিন্ন প্রজা‌তির মাছ, বন্ধ হ‌য়ে যা‌বে প্রকৃ‌তির জলজ প্রাণীর উৎপাদন। স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, কতিপয় প্রভাবশালী দালাল জেলেদের প্ররোচনায় এক প্রকার জোর পূর্বক কারেন্ট জাল, বেহু‌ন্দি জাল ও মশারী জাল দিয়ে এসব পোনা ও রেনু অবা‌ধে নিধন করা হচ্ছে। এদিকে মেঘনা পাড়ের জেলেরা বলেন, নদীতে বেহুন্দি ও কারেন্ট জালের ব্যবহার বন্ধ করতে হলে এসব জা‌লের উৎপাদান বন্ধ করতে হবে। কিন্ত তা না করে নদীতে এসে জেলেদের ধাওয়া করে জাল পুড়িয়ে ধ্বংস করে এবং জেল জরিমানা করা হচ্ছে। এবিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, ভাংতির খাল এলাকায় বেহুন্দি জাল দিয়ে অবৈধভাবে মাছ নিধন হচ্ছে বিষয়টি আমিও শুনেছি। অতি দ্রুতই সেখানে অভিযান চালাবো। বিষয়টি কোস্ট গার্ডকেও জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD