শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট:
মহামারি করোনাভাইরাসের প্রকোপে ইউরোপের দেশ ইতালি যেন মৃত্যুপুরী। ঘড়ির কাটার সঙ্গে পাল্লা দিয়ে জ্যামিতিক হারে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে আরও ৭১২ জনের এবং মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২১৫ জনে।এ ছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬ হাজার ১৫৩ জন। এ নিয়ে ইতালিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮০ হাজার ৫৩৯ জন।গতকাল ৯৯৯ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। দেশটিতে এখন পর্যন্ত মোট ১০ হাজার ৩৬১ করোনা রোগী সুস্থ হয়েছেন।এদিকে, করোনায় বিপর্যস্ত ইতালিতে রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৭ চিকিৎসক। এ ছাড়া সংক্রমিত হয়েছেন আরও ৬ হাজার ২০৫ জন স্বাস্থ্যকর্মী। যা দেশের মোট আক্রান্ত রোগীর প্রায় ৮ দশমিক ৩ শতাংশ।