রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৪ পূর্বাহ্ন

কলাপাড়ায় ডাকাতি করে স্বর্ণালঙ্কার লুট

কলাপাড়ায় ডাকাতি করে স্বর্ণালঙ্কার লুট

কলাপাড়া প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় তুলাতলী গ্রামে নফেল তালুকদারের বসতঘরের টিনের বেড়া ভেঙ্গে ৫/৬ সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে ১০ লক্ষাধিক টাকা, প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার, নয়টি মোবাইল সেট নিয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা থেকে তিনটা পর্যন্ত সন্ত্রাসীরা ওই বাড়িতে লুটপাট চালায়।গৃহকর্তা জানান, সন্ত্রাসীদের হাতে পিস্তল, রামদা, চাকু ছিল। প্রথমেই সন্ত্রাসীরা সকলের মোবাইল সেট নিয়ে নেয়। ৪/৫ সন্ত্রাসী ঘরের মধ্যে প্রবেশ করে, বাকিরা বাইরে পাহারা বসায়। তারা এ ঘটনাকে ডাকাতি বলে দাবি করেছে। তবে কলাপাড়া থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, এটি একটি চুরির ঘটনা। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানা-পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনার পর থেকে গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2012
Design By MrHostBD