রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:১১ অপরাহ্ন
রিপোর্ট আজকের বরিশাল:
করোনাভাইরাস প্রতিরোধে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন এবং আইশোলেসনে থাকা আক্রান্তদের সেবা দিতে চিকিৎসক, নার্সসহ সকল কর্মকর্তা ও কর্মচারীদের হাসপাতালে আনা-নেওয়ার জন্য পরিবহনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বেলাল হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য সংশ্লিষ্ট ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। উল্লেখ্য, করোনাভাইরাস (COVID-19) এর প্রাদুর্ভাব প্রতিরোধে এবং আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে অধিদপ্তরের আওতাধীন সকল হাসপাতাল, স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।