শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
রিপোর্ট আজকের বরিশাল :
করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে সারাদেশের মতোই স্থবির হয়ে গেছে বরিশাল। এরমধ্যে নিম্ন আয়ের খেটে খাওয়া দিনমজুর পরিবারগুলোর জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের সহায়তায় এগিয়ে এসেছেন বরিশালের তরুণরা। শুক্রবার (২৭ মার্চ) সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি ও ব্যবসায়ী সুমন মাহমুদ তার নিজস্ব অর্থায়নে গৌরনদীর বিভিন্ন স্থানে স্থানীয় দিনমজুরদের খাদ্য ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন। প্রতি পরিবারকে দেওয়া খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে পাঁচ কেজি চাল, এক কেজি মসুর ডাল, পাঁচ কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, এক কেজি লবণ ও দু’টি সাবান রয়েছে। সামাজিক দূরত্ব রেখে দিনভর এ কার্যক্রমে অংশগ্রহণ করেন ছাত্রলীগ নেতা আজিজুল সরদার, মামুন ভূঁইয়া, মামুন শিকদার, সোহাগ মোল্লা, মিলন তালুকদার, আল-আমিন মোল্লা, শহিদুল ইসলাম, অশোক, বেল্লাল মিয়া, শাওন সরদার, দিদার হোসেন, রাসেল, রায়হান মুজিব, মনির হোসেন, চয়ন ইসলাম, সুজন, রাজু, সাগর, সিমান্ত ও আহাদসহ অন্যরা।