বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০২:২০ পূর্বাহ্ন
রিপোর্ট আজকের বরিশাল:
করোনা ভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে জনসমাগম রোধে বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কর্মকর্তাদের নেতৃত্বে বরিশাল সিটি করপোরেশনসহ ১০ উপজেলায় ১১টি দল ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা ও গণজমায়েত হওয়ার কারনে বরিশাল নগরসহ বানারীপাড়া, আগৈলঝাড়া, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় ১৬ জনকে ১৫ হাজার আটশ টাকা জরিমানা করা হয়। এছাড়া বেশি দামে পণ্য বিক্রি করায় সাত ব্যবসায়ীকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে জনসমাগম ছত্রভঙ্গ করেন ও নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা দেন। অপরদিকে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি সাধারণ মানুষকে নিজ ঘরে থাকার জন্য প্রচারণা চালান। এছাড়া নিয়ম ভঙ্গ করে ঘর থেকে বের হওয়ার ঘটনায় নগর থেকে শুরু করে জেলার বিভিন্ন এলাকায় উঠতি বয়সি যুবকদের ধাওয়া ও কান ধরে ওঠবস করিয়েছে পুলিশ। এছাড়া জুমআর নামাযে সাধারণ মানুষের থেকে অনেক কম মানুষের সমাগম হওয়া মসজিদগুলোতে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়েছে।